ছবি এডিটিং এর ক্ষেত্রে এডোবি ফটোশপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বিভিন্ন প্রোগ্রামার, ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা ছবির কাজগুলো সম্পন্ন করে থাকেন ফটোশপে। ফটোশপ দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজও করা যায়, এবার কাজের কথা আসি আজ আমরা শিখব কিভাবে ফটোশপে যে কোন সাইজের ছবি তৈরি করা যায় এবং কিভাবে ছবির Background চেঞ্জ করা যায় তার নিয়ম, উদাহরণ হিসাবে প্রথমে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি এবং Background চেঞ্জ করার নিয়ম শিখব, চলুন শুরু করা যাক, প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে। এবার যে কোন একটি ছবি ফটোশপে ওপেন করুন। নিচে আমি একটা ছবি নিলাম আপনারা যে কোন ছবি নিতে পারেন। এবার Pen Tool দ্বারা ছবি পাথ করতে হবে (পাথ বিভিন্নভাবে করা যায় কিন্তু Pen Tool দ্বারা ছবি পাথ করলে ছবি নিখুত ভাবে কাটা যাবে) সেজন্য আমরা Pen Tool ব্যবহার করব। আর একটা কথা ছবি পাথ করার আগে ছবি জুম-ইন করে নিতে হবে। ছবি জুম-ইন করতে হলে Keybord থেকে Ctrl + (+) চাপ দিলে ছবি জুম হবে আর Ctrl + (-) চাপ দিলে ছবি জুম আউট হবে, নিচে দেখুন আমি কি সুন্দর Pen Tool দ্বারা ছবি পাথ করেছি। ছবি পাথ হওয়ার পর ছবির উপর রাইট বাটন ক্লিক করে Make Sel
Comments
Post a Comment